Header Ads

Primary School Teacher Job Question




Primary School Teacher Job Question

you know How to fill up online Primary Assistant Teacher Application form 2018. We think its very important for you. it’s your first step. then you searching your another video- Primary TET Special Shortcut Tricks | Bengali Questions And Answers, Primary Job Exam Last Time Preparation Primary, job solution, bd job circular. Now you can watching our Primary teacher preparation video. in youtube. Hopefully you enjoy this question.




বিগত সালে আসা বাছায়কৃত....
#প্রাথমিক_শিক্ষক_নিয়োগ_পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রশ্নোত্তর #পর্ব__০৩
০১) Entreaty"শব্দটির অর্থ হচ্ছে?
®__Earnest request(আকুল আবেদন)
০২) I concur(---) you on your decision.
®__with(concur with অর্থ কারো সাথে সম্মত বা রাজি হওয়া)
০৩) ১১.১৫.২৩.৩৯......ধারাটির পরবর্তী সংখ্যা কত?
®__৭১(১১+৪=১৫,১৫+৮=২৩,২৩+১৬=৩৯,৩৯+৩২=৭১)
০৪)পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসে কত লিটার বায়ু ধারণ করে?
®__৬লিটার।
০৫) পোলিও ভাইরাস দেহে কীভাবে প্রবেশ করে?
®__দূষিত খাদ্য ও পানি দ্বারা।
০৬) লোহিত কণিকার আয়ুষ্কাল কত?
®__১২০দিন বা ৪ মাস।



০৭) পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে কতদিন লাগে?
®__সাড়ে ২৯ দিন।
০৮) পৃথিবীর নিজ অক্ষের আবর্তনের দিক কোনটি?
®__পশ্চিম হতে পূর্ব দিকে।
০৯)বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
®__গ্যাস।
১০) বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
®__নাফ(দৈর্ঘ্য ৫৬ কি.মি.)
১১)উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান কত তারিখে?
®__২১ জুন।
১২) পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্রের নাম কী?
®__হাইড্রোফোন
১৩) চেতনা লোপ করার জন্য কী ব্যবহার করা হয়?
®__ক্লোরোফরম।
১৪) বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কী?
®__ব্যারোমিটার।
১৫) একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে কোন রং বের হয়?
®__হলুদ রঙ।
®____রমজান
১৬) বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি কী হয়?
®__বাড়ে।



১৭) বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
®__সিলেট।
১৮) উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
®__নাটোরে।
১৯) উত্তরা গণভবন কে কত সালে নির্মাণ করেন?
®__১৭৪৩ সালে রাজা দয়ারাম।
২০) উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর কে?
®__স্যার এ এফ রহমান।
২১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলরের নাম কী?
®__লর্ড ডানডাস।
২২) বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে ওঠে?
®__মেসোপটেমিয়ায় বা ইরাকে।




২৩) ব্ল্যাক ক্যাট"কোন দেশের কমান্ড বাহিনি?
®__ভারতের।
২৪)ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
®__ব্রাসেলেসে।
২৫) "EU এর অফিসিয়াল ভাষা কতটি?
®__২৩টি।
২৬) লাহোর প্রস্তাব কে কত সালে উত্থাপন করেন?
®__১৯৪০ সালের ২৩ মার্চ এ.কে.ফজলুল হক।
২৭)প্রথম এশীয় মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে কোন দেশ স্বীকৃতি দেয়?
®__ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
(২৫ ফেব্রুয়ারি ১৯৭২ সালে)
২৮) আকুপাংচার"কী?
®__চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি।
২৯)চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়িয়ায় কী আছে?
®__উষ্ণ প্রস্রবণ।
৩০) পৃথিবীর নিকটতম গ্রহ শুক্রের সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে?
®__২২৫ দিন।




No comments

Powered by Blogger.