Primary School Teacher Job Question
|
বিগত সালে আসা বাছায়কৃত....
#প্রাথমিক_শিক্ষক_নিয়োগ_পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রশ্নোত্তর #পর্ব__০৩
০১) Entreaty"শব্দটির অর্থ হচ্ছে?
®__Earnest request(আকুল আবেদন)
®__Earnest request(আকুল আবেদন)
০২) I concur(---) you on your decision.
®__with(concur with অর্থ কারো সাথে সম্মত বা রাজি হওয়া)
®__with(concur with অর্থ কারো সাথে সম্মত বা রাজি হওয়া)
০৩) ১১.১৫.২৩.৩৯......ধারাটির পরবর্তী সংখ্যা কত?
®__৭১(১১+৪=১৫,১৫+৮=২৩,২৩+১৬=৩৯,৩৯+৩২=৭১)
®__৭১(১১+৪=১৫,১৫+৮=২৩,২৩+১৬=৩৯,৩৯+৩২=৭১)
০৪)পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসে কত লিটার বায়ু ধারণ করে?
®__৬লিটার।
®__৬লিটার।
০৫) পোলিও ভাইরাস দেহে কীভাবে প্রবেশ করে?
®__দূষিত খাদ্য ও পানি দ্বারা।
®__দূষিত খাদ্য ও পানি দ্বারা।
০৬) লোহিত কণিকার আয়ুষ্কাল কত?
®__১২০দিন বা ৪ মাস।
®__১২০দিন বা ৪ মাস।
০৭) পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে কতদিন লাগে?
®__সাড়ে ২৯ দিন।
®__সাড়ে ২৯ দিন।
০৮) পৃথিবীর নিজ অক্ষের আবর্তনের দিক কোনটি?
®__পশ্চিম হতে পূর্ব দিকে।
®__পশ্চিম হতে পূর্ব দিকে।
০৯)বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
®__গ্যাস।
®__গ্যাস।
১০) বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
®__নাফ(দৈর্ঘ্য ৫৬ কি.মি.)
®__নাফ(দৈর্ঘ্য ৫৬ কি.মি.)
১১)উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান কত তারিখে?
®__২১ জুন।
®__২১ জুন।
১২) পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্রের নাম কী?
®__হাইড্রোফোন
®__হাইড্রোফোন
১৩) চেতনা লোপ করার জন্য কী ব্যবহার করা হয়?
®__ক্লোরোফরম।
®__ক্লোরোফরম।
১৪) বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কী?
®__ব্যারোমিটার।
®__ব্যারোমিটার।
১৫) একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে কোন রং বের হয়?
®__হলুদ রঙ।
®____রমজান
®__হলুদ রঙ।
®____রমজান
১৬) বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি কী হয়?
®__বাড়ে।
®__বাড়ে।
১৭) বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
®__সিলেট।
®__সিলেট।
১৮) উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
®__নাটোরে।
®__নাটোরে।
১৯) উত্তরা গণভবন কে কত সালে নির্মাণ করেন?
®__১৭৪৩ সালে রাজা দয়ারাম।
®__১৭৪৩ সালে রাজা দয়ারাম।
২০) উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর কে?
®__স্যার এ এফ রহমান।
®__স্যার এ এফ রহমান।
২১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলরের নাম কী?
®__লর্ড ডানডাস।
®__লর্ড ডানডাস।
২২) বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে ওঠে?
®__মেসোপটেমিয়ায় বা ইরাকে।
®__মেসোপটেমিয়ায় বা ইরাকে।
২৩) ব্ল্যাক ক্যাট"কোন দেশের কমান্ড বাহিনি?
®__ভারতের।
®__ভারতের।
২৪)ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
®__ব্রাসেলেসে।
®__ব্রাসেলেসে।
২৫) "EU এর অফিসিয়াল ভাষা কতটি?
®__২৩টি।
®__২৩টি।
২৬) লাহোর প্রস্তাব কে কত সালে উত্থাপন করেন?
®__১৯৪০ সালের ২৩ মার্চ এ.কে.ফজলুল হক।
®__১৯৪০ সালের ২৩ মার্চ এ.কে.ফজলুল হক।
২৭)প্রথম এশীয় মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে কোন দেশ স্বীকৃতি দেয়?
®__ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
(২৫ ফেব্রুয়ারি ১৯৭২ সালে)
®__ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
(২৫ ফেব্রুয়ারি ১৯৭২ সালে)
২৮) আকুপাংচার"কী?
®__চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি।
®__চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি।
২৯)চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়িয়ায় কী আছে?
®__উষ্ণ প্রস্রবণ।
®__উষ্ণ প্রস্রবণ।
৩০) পৃথিবীর নিকটতম গ্রহ শুক্রের সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে?
®__২২৫ দিন।
®__২২৫ দিন।
No comments