latest short Suggestion for Primary Assistant teacher Exam
বিগত সালে প্রাইমারিতে আসা বাছায়কৃত....
#প্রাথমিক_শিক্ষক_নিয়োগ_পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রশ্নোত্তর #পর্ব__০৬
০১) পাশা-পাশি দুটি বর্ণের/ধ্বনির মিলনের নাম কী?
®__সন্ধি।
®__বাংলা ও বিসর্গ সন্ধি→২ প্রকার।
®__সংস্কৃত বা তৎসম সন্ধি→৩ প্রকার
০২) "সৌম্য" শব্দের বিপরীত অর্থ কী?
®__উগ্র।
০৩) যা কষ্টে অর্জন করা যায়--এক কথায় কী হবে?
®__কষ্টার্জিত।
০৪) 'সূর্য' শব্দের ১টি প্রতিশব্দ কী?
®__সবিতা/তপন/রবি/ভানুকর/দিবাকর
০৫) 'অমাবস্যার চাঁদ'অর্থ কী?
®__দুর্লভ বস্তু।
০৬) আগমন এর বিপরীত অর্থ কী?
®__প্রস্থান বা নির্গমন।
০৭) জ্যোৎস্নারাত"কোন সমাস?
®__কর্মধারয়(জ্যোৎস্না শোভিত রাত)
০৮) মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কী?
®__মনঃতাপ
০৯) "নামায"কোন ভাষার শব্দ?
®__ফারসী বা ইরান দেশের ভাষা।
®__এর আরবি শব্দ সালাত
১০) খ্রিস্টাব্দ শব্দটি কোন কোন মিশ্র ভাষার সমন্বয়ে গঠিত হয়েছে?
®__ইংরেজি+ফারসি
১১) বৈরাগ্য সাধনে (---)আমার নয়। শূন্যস্থানে কী বসবে?
®__মুক্তি।
১২) ভাষার ক্ষুদ্রতম একক কী?
®__ধ্বনি।
১৩) জায়া ও পতি"দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যের সমস্তপদ কী হবে?
®__দম্পতি।
১৪) মৃতের মতো অবস্থাকে এককথায় কী বলে?
®__মুমূর্ষু।
১৫) "চিনির পুতুল" বাগধারাটির অর্থ কী?
®__পরিশ্রম কাতর।
®__রমজান__
১৬) বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
®__৭টি।
১৭) সাধু ও চলিত রীতি বাংলা ভাষায় কোন রূপে বিদ্যমান?
®__লেখ্য রীতি থেকে।
১৮) পূর্ব পদ প্রধান সমাস কোনটি?
®__অব্যয়ীভাব সমাস
১৯) অনুবাদের পারদর্শীতা কিসের উপর নির্ভর করে?
®__ভাষান্তরের উপর।
২০) Your conduct admits(---)no excuse.
®__of
২১) Divide the money(----)the two boys.
®__between.
২২) Kamal is good(---)cricket.
®__at
২৩) Each of the sons followed(---)father's trade.
®__his.
২৪) I am fatigued(---)wide travelling.
®__by.
২৫) What is the correct English translation of"সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে"?
®__Culture is constantly evolving.
২৬) The word "practise'is a/an---
®__verb
২৭) The word "wonderful'is...
®__adjective
২৮)"In black and white"এর অর্থ কী?
®__In writing.
২৯) "Feed the baby (---)milk.
®__on
৩০)"The baker's dozen"অর্থ----
®__Thirteen.
No comments