BCS study math knowledge
BCS study math knowledge job preparation |
গণিত ★
===========
✔প্রশ্ন : অংক কাকে বলে ?
উত্তর : সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহৃত হয় তাকে অংক বলে।
যেমন : ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০।
-
✔প্রশ্ন : অংক কত প্রকার ও কি কি?
উত্তর : অংক দুই প্রকার। যথা : স্বার্থক অংক (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯) ও সহকারি অংক (০)
-
✔প্রশ্ন : প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি?
উত্তর : প্রক্রিয়া প্রতীক ৪টি। যথা : +(যোগ), -(বিয়োগ), x(গুণ), ÷(ভাগ)।
-
✔প্রশ্ন : যোগ কাকে বলে?
উত্তর : দুই বা তার বেশি সমান বা অসমান সংখাকে একত্র করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে।
-
✔প্রশ্ন : বিয়োগ কাকে বলে?
উত্তর : দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেয়ার নাম বিয়োগ।
-
✔প্রশ্ন : গুণ কাকে বলে?
উত্তর : দ্রুত ও সংক্ষেপে যোগ করার পদ্ধতিকে গুণ বলে।
-
✔প্রশ্ন : ভাগ কাকে বলে?
উত্তর : বিয়োগের সংক্ষিপ্ত রুপকে ভাগ বলে.....
-
✔প্রশ্নঃ সংখ্যা কাকে বলে?
উত্তরঃ সংখ্যা হচ্ছে পরিমাপের একটি বিমূর্ত ধারনা।
-
✔প্রশ্নঃ ভগ্নাংশ কাকে বলে?
উত্তরঃ কোন বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণি ব্যবহূত হয় তাকে ভগ্নাংশ বলে।
keywords---BCS study math knowledge,job priperation,job study,bcs,nibodon,boi,sahoyok,sohayika,index,preparation,model test,math class,math knowledge,shortcut math job preparation,job study,job practice,job solution,chakrir porasuna,chakrir prostuti,
No comments